Posts

কবিতা

প্রেমের বর্ষায়

June 13, 2024

নাসির ফরহাদ

মুঠো মুঠো প্রেম বৃষ্টিতে ভিজে যাক,

দু'চোখে বর্ষার জল ধারা,

মৃদু স্রোতে ধুয়ে দিয়ে যাক

মন নামের আবর্জনার ছোট্ট ডোবাটি।

হৃদয়ে হৃদয় প্রতিধ্বনিত হয়ে

সতেজতায় জেগে উঠুক,

প্রাণের সঞ্চারে প্রাণ ফিরে পাক মরুর বুকে।

আবারো কোন ফাঁকা ক্যানভাসে

রং তুলির আচরে

রঙ্গিন জমিনের রং

রাঙ্গিয়ে দিয়ে যাক মনের আঙ্গিনা।

আঙ্গুলে আঙ্গুলে আলতো স্পর্শে,

ফুটপাতে পাশাপাশি হেঁটে চলার স্পর্শটা

ছুয়ে দিয়ে যাক আরো গভীরে

নাড়িয়ে দিয়ে যাক ধমকা হাওয়ার মতো।

মুঠো মুঠো প্রেম বৃষ্টিতে ভিজে যাক,

মুঠোর মধ্যেই থাক যতো গ্লানি হতাশা,

না পাওয়ার বেদনা,

তোমার দেয়া যতো কষ্টের ক্ষত।

আলতা রাঙা পা আর

রক্তাক্ত হৃদয়ের পার্থক্যটা বুঝা হলো না আজও,

লালের মধ্যে ও কতো ভিন্নতা

তা হয়তো বুঝতে পারবোনা কোন দিন।

তবু ও প্রতিক্ষায় আছি

কবে এসে বৃষ্টি ঝড়িয়ে,

মুঠো মুঠো প্রেমের বর্ষায়

রাঙ্গিয়ে যাবে মনের অলিগলি।

Comments

    Please login to post comment. Login