Posts

কবিতা

কর্পোরেট দুনিয়া

June 13, 2024

নাসির ফরহাদ

কর্পোরেট দুনিয়া

নাছির ফরহাদ

হ্যাঁ এটা কর্পোরেট দুনিয়া যেখানে তুমি বড্ড বেমানান।

তোমার বাচ্চার দুধ কেনার টাকা না জুটলেও

কারো কুকুরের জন্য গাড়ি করে খাবার আসে

তোমার মায়ের চিকিৎসার জন্য পয়সা না থাকলে ও,

তাদের বাসায় নিয়মিত ফলোআপে আসে পশু চিকিৎসক ।

হ্যাঁ এটা কর্পোরেট দুনিয়া যেখানে তুমি বড্ড বেমানান।

যেখানে বসের সব হ্যাংলামো গুলো সহাস্য বদনে মেনে নেয়া হয়।

বাহ্ কি দারুন কি দারুন চমৎকার!!!!!!!!!

যেখানে স্বামীরা অবহেলিত, অবজ্ঞার চোখে দেখা হয় শ্বশুর শাশুড়িকে।

বউ কিন্তু বসের জন্য সাজে, নাচন তুলে বদনে

হ্যাঁ এটা কর্পোরেট দুনিয়া যেখানে তুমি বড্ড বেমানান।

হ্যাঁ এটা কর্পোরেট দুনিয়া,

এখানে মানবতা থাকতে নেই

মানবতা অপরাধ, মানবতা উন্নতির প্রধান অন্তরায়

হ্যাঁ এটা কর্পোরেট দুনিয়া,

যেখানে সব কিছু করা যায় কিন্তু বলা যাবে না ।

হ্যাঁ এটা কর্পোরেট দুনিয়া যেখানে

হাগ নামে কিস,কোলাকুলি,

অবাধ মেলামেশা ছেলে মেয়ের।

কমে যায় প্রজনন, ভেঙে যায় সংসার,

দুষ হয় বিধাতার।

হ্যাঁ এটা কর্পোরেট দুনিয়া,

যেখানে নারী অধিকারের কথা বলে নারীদের ঘরের বাইরে আনে,

ভোগ্য পণ্য বানানো হয়. বানানো হয় নর্তকী

হ্যাঁ এটা কর্পোরেট দুনিয়া

যেখানে ষাটোর্ধ বস ও অষ্টাদশী যুবতী মেয়ের সঙ্গ চায় ।

হ্যাঁ এটা কর্পোরেট দুনিয়া যেখানে তুমি বড্ড বেমানান।

যেখানে ভাই ব্রু হয়ে যায়, স্বামী হাবি হয়ে যায়

সব দাবি ভুলে যায়, চেয়ে চেয়ে দেখো

মদের নেশায় বুঁদ ! উর্বশীরা অন্যের মনোরঞ্জন করছে।

বস তোমাকে ক্ষমতার দাপটে ক্রীতদাস করে রাখে।

কোর্ট টাই পরে চুরি করে ভদ্র লোক ।

দুর্নীতির রেকর্ড,ভাঙ্গে আর গড়ে ।

হ্যাঁ এটা কর্পোরেট দুনিয়া যেখানে তুমি বড্ড বেমানান।

যেখানে তোমার বাচ্চা হওয়ার ছুটি না থাকলেও,

কারো মৃত্যু দিনে কোটি টাকা খরচ করে,

জীবনের শেষ জন্মদিন টি ও করে রাখে জাকজমক পূর্ণ

যেখানে মৃত লোকদের স্মরণ সভা, এম্বুলেন্সের পথ আটকায় ।

হ্যাঁ এটা কর্পোরেট দুনিয়া যেখানে

পাপের রাজ্যে প্রতিনিয়ত তৈরি হচ্ছে

কত মানিক,মামুন,জি কে, সম্রাট,পাপিয়া....

কার্য শেষে আবার ছুড়ে ফেলে দেয়া হচ্ছে ডাস্টবিনে,

ধরা ছোঁয়ার বাইরে থাকেন কারিগর ।

হ্যাঁ এটা কর্পোরেট দুনিয়া যেখানে তুমি বড্ড বেমানান।

যেখানে সালামটা ও হয় ব্যাবসায়িক

যেখানে তৈলাক্ত বাঁশ বেয়ে,

দিনে রাতে বানরদের শুধু উঠতে দেখি,

কিন্তু নামতে দেখিনা ।

হ্যাঁ এটা কর্পোরেট দুনিয়া যেখানে তুমি বড্ড বেমানান।

বাপ মায়ের খবর নেওয়ার সময় নাই,

নেতার বাপ পরম শ্রদ্ধেয়,কাছের মানুষ, প্রাণের মানুষ।

সুদ খোর চোগলখোরের মুখে

ধর্মের বাণী, নীতিবাক্য শুনি

রূপের ঝলকে,চোখের পলকে

বদলে যায় দৃশ্যপট

হ্যাঁ এটা কর্পোরেট দুনিয়া……

Comments

    Please login to post comment. Login