Posts

কবিতা

ভাঙ্গা ফ্রেমের আবছা আলোয়

June 13, 2024

নাসির ফরহাদ

295
View

ভাঙ্গা ফ্রেমের আবছা আলোয়,

অস্পষ্ট অনেক কিছুরই স্বাক্ষী হয়েছি।

ভেঙ্গে যাওয়া সম্পর্ক দেখেছি,

জোড়া লাগানোর আপ্রাণ চেষ্টা

করে গেছে কেউ আজীবন।

কেউ বা আবার দ্বিগুণ উদ্যোমে

স্বাধীনতার স্বাদ ভোগ করতে মরিয়া,

অট্টালিকা থেকে বেড়িয়ে এসেছে,

ঝুপড়ীতে! সূখের খুজে।

মনের মিলন তোয়াক্কা করেনি কেউ,

গোঁয়ার্তুমি কাছে হেরে গেছে,

কতো পবিত্র! কতো নিষ্পাপ সম্পর্ক।

কখন কোথায় কিসের দাম বারে,

বুঝে উঠা সম্ভব নয় এক জীবনে তা।

কখনো পণ্য জীবন বাঁচিয়েছে,

কখনো জীবন পণ্য হয়েছে।

কখনো ঝুপড়ি রাজমহল হয়েছে,

কখনো রাজমহল হয়েছে ঝুপড়ি।

অলস বসে সময় ক্ষেপণ করেছে কেউ,

কেউ সময়ের পিছনে ছুটে চলছে অনির্বাণ।

অনেক বলিদানের স্বাক্ষী হয়েছি,

হয়ছি অনেক বলি ও।

এই ভাঙা ফ্রেমেই অনেক নিরপরাধীর ফাঁসি দেখেছি,

দেখছি অনেক অপরাধীর স্বগর্বে ঘুরে বেড়ানো।

আমার সেই ভাঙা ফ্রেম ভাঙাই রয়ে গেছে,

বেড়েছে কিছু ইতিহাস!

যন্ত্রণা কাতর কিছু ;অনাকাংখিত স্মৃতির আনাগোনা।

Comments

    Please login to post comment. Login