পোস্টস

কবিতা

দিন বদলের গান

১৩ জুন ২০২৪

রফিকুল ইসলাম বাদল

১. 

মন রক্তাক্ত 

বৃষ্টিতে ভেজা সবুজ জামার বোতাম খোলা। 

অজস্র বাতাসে 

চড়ুই পাখির ভিতর বাহির চলা। 

কিবা এমন মানে খোঁজ!

ধূলিসাৎ ভবিষ্যত।

অচিরেই মৃত্যুরা নিবে

ভূতের পিঠে রথ।

অতঃপর হাত ধূয়ে ফেলে 

সাবান দিয়ে!

চল ভোট দেই আবার

নৌকা ধানের শীষে।


 

২.

শত মৃত মাছেদের মিছিল

কীর্তনখোলা-যমুনা-পদ্মায়।

ফরমালিন দেয়া লাশ দেখি

ঢাকার রাস্তায়।
 

স্লিভলেস সময়ের দামে

বেঁচে দেয়া সত্য সময়।

বাজারের ব্যাগে প্রথম আলো

রক্তাক্ত বিশ্বময়।


 

৩.

আগুন লেগেছে 

নদীকে মাতৃত্ব দাও ফিরিয়ে’

মৃত মাছেদের মিছিল 

ধরা পড়েছে কারেন্ট জালে। 

দেখেছি রক্তাক্ত হতে নৌকার গুলুই 

নদীর জলেই।

ধুয়ে মুছে সাফ

সব নিষ্পাপ!!


 

৪.

হারিয়েছে যে নাকফুল নাকসুদ্ধ পল্লীবধু

লেগেছিল তারি দোলা গাঁয়ে।

পাল্টে ফেলে জীবনের প্রতিচ্ছবি

পল্লীবধু এখন শহরে।
 

হলমার্ক থেকে হলিউড

তুর্কি তরুন প্রতিভা।

জয়নুলের স্কেচে দূর্ভিক্ষ 

এদিকে মাদার তেরেসা।

 

প্রতারক ভেবে

বিশ্বস্ত দিনগুলো গেছে চলে বহুদূর।

গেছে যে দিন যাক সে

স্টার সিনেপ্লেক্সে দেখ হুর।