Posts

বিশ্ব সাহিত্য

নারী বিহীন পুরুষ (Premium)

May 11, 2023

তানিয়া কামরুন নাহার

Original Author হারুকি মুরাকামি

Translated by তানিয়া কামরুন নাহার

আত্মহত্যাকারী নারীটি ছিলো আমার তৃতীয় প্রেমিকা। ওর সাথে আমি ডেট করতে গিয়েছিলাম। আপনি ভাবলে দেখবেন যে—আর এ ভাবনাটার দরকার আছে, --যেহেতু এটা সুস্পষ্ট যে, এরকম মৃত্যুহার চরমভাবে বেড়ে গেছে। খুব বেশি নারীর সাথে আমি ডেট করি নি। এমন বয়সে এই নারীরা কেন নিজেকে এভাবে শেষ করে দিচ্ছে কিংবা শেষ করে দিতে বাধ্য হচ্ছে, এসব আমার বোধগম্যতার বাইরে। আশা করি, এর কারণ আমি না । কিংবা কোনভাবে আমি দায়ী নই। এটাও আশা করি, তারা নিশ্চয়ই আমাকে এ মৃত্যু্র সাক্ষী হিসেবে চাইবে না। অন্তরের গভীর থেকে আমি তা প্রার্থনা করি। কিভাবে আমি এটা মেনে নেবো ? এই নারী, সেই তৃতীয় নারী (যার এখন এমন একটা নাম পর্যন্ত নেই যা দিয়ে তাকে বিব্রত করতে না হয়। তাই আমি তাকে ‘ম’ অক্ষর দিয়ে বলবো)—এভাবে আত্মহত্যা করেছে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login