পোস্টস

কবিতা

নিটোল মায়া

১৪ জুন ২০২৪

MIZAN FARABI

এক বিকেল বেলায়

দূরে..... হলদে রোদে

ক্লান্ত ঘুঘু ডেকে যায়—

ওই মেয়েটির কাছে

কী রূপ মায়া রাখা

আছে, যেন নিরালায়।
 

হলদে রোদে— ক্লান্ত চোখ

ধূসরও পথরেখা হারায়

মলিন হল তবু মুখখানি

যেই দিকে যায়, তার মুখ

ভেসে ওঠে নিটোল মায়ায়।