বাঁক ফেরা নদী
জোয়ার এলো কূলে
নাও উঠে দুলে
ভরা জোয়ারে।
পাখিরা ঘরে ফেরার আগে
নেমে গেলো জোয়ারে-
কলমিলতায়, জলের ডাঙায়।
জলে থাকা পাখি, ডাহুক
আর ডাহুকী;
জলের কিনার বেয়ে
নেমে এলো পানকৌড়ি।
কাটাগাং ধরে বয়ে যাওয়া নীলে
ফসলের মাঠ, থিরথির জল
পাখির অঞ্চল।
জোয়ারে ভরা নদী
আমায় ডেকে ফিরে যায় যদি
আমি মায়ায় আকুল চোখে
চোখ রাখি জলে-
জোয়ারে, নিরবধি।