পোস্টস

গল্প

মেয়েদের অসম্মান (প্রিমিয়াম)

১৪ জুন ২০২৪

মিনাল কান্তি

মূল লেখক দোলনা বড়ুয়া তৃষা

জান্নাত বিয়ে দুইদিন পর বুঝতে পারলো এই বাসায় মেয়েদের খুব একটা মূল্যায়ন করা হয় না।
তার শাশুড়ী শাহেলা বেগম কে যত্ন করে মাছের মাথাটা তুলে দিতেই দেখলো উনি খুব খুশি হলেন। কিন্তু পরক্ষনে শ্বশুর জামিল সাহেব সে মাথা তুলে নিয়ে বলল-

- তোমার শাশুড়ী মাথা খেতে জানে নাকি?

জান্নাতের ব্যাপার টা জঘন্য খারাপ লাগলো। কারো পাত থেকে খাবার তুলে নেওয়ার চেয়ে নিম্ম মানের কাজ আর কিছু হতে পারে না।

জান্নাত ওর বাপের বাড়ি থেকে একটা শাড়ি এনেছে তার শাশুড়ীর জন্য তখন জান্নাতের স্বামী আরিফ বলে উঠলো,

- আম্মার জন্য শাড়ির কি দরকার? আব্বার জন্য কিছু নিয়ে আসতে।

- কেন?

এটি একটি প্রিমিয়াম পোস্ট।