নির্জন একাকারে দাড়িয়ে গ্রামের ঠিক পাশেই ছিল একটি আম গাছ।প্রতিবারে মত এভারেও গাছটিতে ভাল ফলন ধরেছে।কিন্ত রাত হলেই টিপ টিপ আলো জলা।মৃদু করে পাতার নড়া ছরা-মরমর শব্দ আবার সন্ধে হলে অস্বাভাবিক ভুতুরে শব্দ করা।গ্রামটা কে নিয়মিত ভয় পাইয়ে দিয়েছে।তীভ্র রোদে কৃষকরাও আর বিস্রাম নেয় না।পথিক রা বিশ হাত দুর দিয়ে যায়।ছেলে-মেয়েরাও আর খেলা করতে আসে না। কিন্ত একটি ছেলে ছিল খুব দুঃসাহসী যে কুসংস্কারে বিস্বাসী ছিল না।সবার কথা আমান্য করে আমগাছটার কাছে গেল।তারপর আমগাছটায় উঠলো।গিয়ে একটি টেপ রেকরডার পেল,যেখান থেকে ভুুতুরে শব্দ হত।তারপর ডালে কিছু সুতা লক্ষ করল যার অন্য পাশে কেউ টানলেই পাতা নড়ত আর শব্দ হত। একটা ফ্লিকার বাতি পেল যেটা শুধু রাত হলেই আলো দিত। এদিকে গ্রামের মানুষ সবাই অস্থির।সবাই বলতে লাগল ছেলেটি বোধ হয় মরেছে। কিন্ত..........