একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনেক দিন ধরে আমি একটি জিনিস খেয়াল করলাম যে অনেকে ইংলিশে স্ট্যাটাস দেন আবার অনেক বাংলিশে স্ট্যাটাস দেন।আমি মনে করি ইংলিশ ও বাংলিশের চেয়ে বাংলায় স্ট্যাটাস দিলে মনের ভাবটা প্রকাশ হয়। আপনার লেখাটা যদি আপনি শ্রোতাদের কাছে পৌছাতে চান, পড়াতে চান,দেখাতে চান তাহলে বাংলায় পোষ্ট করবেন।আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা তাই বাংলা ভাষাটা আমরা অফলাইনে বা অনলাইনে স্ক্রল করার মাধ্যমে ও কিছুটা পড়ে ফেলতে পারি কিন্তু ইংরেজি অত সহজে হবে না।যত বড় ডিগ্রিধারী লোক হোকনা কেন ইংরেজি সে পড়তে চাইবে না।বাংলায় হলে একজন অশিক্ষিত ব্যাক্তি ও পড়ার চেষ্টা করবে।বাংলার জায়গায় বাংলা, ইংরেজির জায়গায় ইংরেজি, ইউজ করব তাতে সমস্যা কি? যখন যে জায়গায় ইংরেজি প্রয়োজন হবে তখন ইংরেজিতে দিবেন। যখন যে জায়গায় বাংলা প্রয়োজন হবে তখন বাংলায় দিবেন।যখন বাংলিশ প্রয়োজন হবে তখন বাংলিশে দিবেন।যখন হিন্দিতে প্রয়োজন হয় তখন হিন্দিতে দিবেন।আপনার লেখাটা আপনি লিখেছেন মানে বাকি দশজন আপনার লেখাটা পড়ুক তাতো আপনি চান তাইনা? যদি তাই হয় নিজের মাতৃভাষাকে সুন্দরভাবে তুলে ধরুন। এই ব্যাপারে আমি দুইটা উদাহরণ দিতে পারি, যেমন বাংলাদেশের সাকিব আল হাসান সে পুরো বিশ্বকে জানানোর জন্য যখন কোন স্ট্যাটাস দেই তখন বাংলায় ও ইংলিশে লিখে দেন যাতে বাংলাদেশের মানুষ ও অন্যন্যা দেশের মানুষ বুঝতে পারে।আবার যদি ভারতে বিরাট কোহলি পুরো বিশ্বকে কিছু জানানোর প্রয়োজন হয় তখন তিনি ইংরেজিতে স্ট্যাটাস দেন।চাইলে হিন্দিতে দিতে পারতো তা তিনি করেননি।কারন ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা।যাতে তার লেখাটা পুরো বিশ্ব খুব সহজভাবে পড়তে পারুক। আমি বলছি না ইংরেজি বাদ দিয়ে বাংলা লিখুক কিংবা বাংলা বাদ দিয়ে ইংরেজি লিখুক।আমি শুধু বলছি যখন যেটা প্রয়োজন সেটা ইউজ করুন।আসলে বাংলা লিখতে পারাটা ও একটা ট্যালেন্ট। এটা আমার ব্যাক্তিগত মতামত।আবার আমাকে প্লিজ জ্ঞান দিতে আসিয়েন না অলরেডি জ্ঞানের মেমোরি ফিলাপ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
ধন্যবাদ।আমার সাথে একমত কিনা আপনারা??
87
View