- স্ট্যাটাস অ্যাক্টিভ
- মেম্বার হয়েছেন ১২ জুন ২০২৪
- পোস্ট সংখ্যা ১৩
- পোস্ট কিনেছেন ০
- পোস্ট বিক্রি হয়েছে ০
Employee At BGC Trust University Bangladesh
আমি সৈয়দ মেজবাহ উদ্দিন এক মুসলিম সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন।পিতার নাম সৈয়দ মোঃ মুছা। মাতার নাম সৈয়দা সাজিয়া বেগম।আমি ১৯৯৯ সালের ২রা আগস্ট নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন।
২০১৬ সালে আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে আমি বিএসসি ৩য় বর্ষে আছি। লেখালেখিতে আমি অনিয়মিত হলেও আমার লেখা অনুগল্প ও ছোট গল্প গুলো খুবই চমকপ্রদ ও ব্যতিক্রমধর্মী। বিভিন্ন ডিজিটাল মাধ্যমে আমি শখের বশে ছোট গল্প ও কবিতা লিখে থাকি। তবে আমার কবিতার জগতে বিচরণই বেশি। আমারর লেখা বেশিরভাগ কবিতারই শিরোণাম নেই। সৈয়দ মেজবাহ উদ্দিনের লেখা কবিতায় প্রেম ও বিরহ দুটোতেই খুব নান্দনিকতার ছোঁয়া পাওয়া যায়। পেশায় তিনি একজন চাকুরীজীবি।চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে একজন কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। সাথে পার্ট টাইম হিসেবে একটি পত্রিকা নিউজ পত্রিকায় ও কাজ করেন। তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার এর একজন নিয়মিত লেখক।
২০১৬ সালে আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে আমি বিএসসি ৩য় বর্ষে আছি। লেখালেখিতে আমি অনিয়মিত হলেও আমার লেখা অনুগল্প ও ছোট গল্প গুলো খুবই চমকপ্রদ ও ব্যতিক্রমধর্মী। বিভিন্ন ডিজিটাল মাধ্যমে আমি শখের বশে ছোট গল্প ও কবিতা লিখে থাকি। তবে আমার কবিতার জগতে বিচরণই বেশি। আমারর লেখা বেশিরভাগ কবিতারই শিরোণাম নেই। সৈয়দ মেজবাহ উদ্দিনের লেখা কবিতায় প্রেম ও বিরহ দুটোতেই খুব নান্দনিকতার ছোঁয়া পাওয়া যায়। পেশায় তিনি একজন চাকুরীজীবি।চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে একজন কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। সাথে পার্ট টাইম হিসেবে একটি পত্রিকা নিউজ পত্রিকায় ও কাজ করেন। তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার এর একজন নিয়মিত লেখক।