আফরোজা ইফাত,
নামের সাথে দুষ্টুমির ঝলক।
দেখতে চমৎকার,
মন ছুঁয়ে যায় মুখের হাসি ফলক।
বিজিসি একাডেমিতে পড়াশোনা করে,
জ্ঞানের আলোয় ভরে,
বন্ধু মেজবা পাশে থাকে,
সবসময় মনের ভাব ভেঙে।
মেজবা বিজিসিতে চাকরি করে,
দেশের সেবায় নিয়োজিত।
আফরোজার কথাগুলো সুন্দর,
উপস্থাপনা অসাধারণ, মন করে মুগ্ধ।
চোখের দৃষ্টিতে আত্মবিশ্বাস,
হাসিতে আছে আনন্দ,
আফরোজা ইফাত একজন মেয়ে,
যার গুণ অমিতান্ত।
জীবনের পথে এগিয়ে যাও,
সাফল্যের শিখরে উঠো,
তোমার স্বপ্ন পূরণ হোক,
সুখে ভরে উঠো।
221
View