আসবো রাতের সপ্ন হয়ে থাকবো তোমার পাশে,
চোখ খুললে হারিয়ে যাবো ভোরের আলো দেশে।
রেখে যাবো কিছু সৃতি তোমায় ভালোবাসে,
তুমি আমার শুরু তুমি আমার শেষ।
তুমি আমার ভালোবাসার সুখের যত রেশ,
তুমি যদি চাঁদ হও আমি হবো তারা।
সারা রাত জেগে তোমায় দেবো পাহারা,।
তুমি যদি ফুল হও আমি হবো ডাল
আপন হয়ে তোমার পাশে থাকবো চিরকাল।
সাদা মেঘ কালো হয়ে গাই বৃষ্টির গান,
সৃতির বুকে লুকিয়ে থাকে অদৃশ্য এক ছায়া।
মানুষটা হারিয়ে গেলেও হারায় না তার মায়া।
59
View