পোস্টস

চিন্তা

ওথেলো সিনট্রোম (প্রিমিয়াম)

১৫ জুন ২০২৪

মোঃ মাহিদুর রহমান খান

মূল লেখক মোঃ মাহিদুর রহমান খান, এমবিএ, এম ফার্ম (ফার্মেসি)

"ভালোবাসা" নামক মনের এই সংবেদনশীল বিষয়টাকে নিয়ে একটু বিশ্লেষিত করা যাক, কেন এর সংমিশ্রণে দুটি অর্থ ধারণা করা যেতে পারে? আসলে মানুষ মাএই মনুষ্যত্ব, মনের টান, আবেগ, অনুভূতি, ভালোলাগা এই ব্যাপারগুলো কাজ করবে এটাই স্বাভাবিক। তাছাড়া কখনো কখনো মনের এককোনায় জমে থাকা "অনুভূতি" হতে পারে সেটা "ভালোলাগার অনুভূতি" আস্তে আস্তে "ভালবাসা"য় রুপ নিবে যার মানে করলে দাঁড়ায় দুটি "মনের মিলন"। আর এভাবে করেই একটি "সম্পর্ক" রুপ নেয় একটি পরিপূর্ণ "ভালবাসা"য়।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।