কোন পাহাড়ের চূঁড়া থেকে,
নামলো এমন শীতলধারা,
কোন গগনের মধ্যিখানে,
জাগলো শশী আত্মহারা।
কোন তটিনী ধেয়ে চলে,
খুশির চোটে, আপনমনে,
ফেনিল কোলে পদ্ম দেখি,
নাচছে গাইছে ছন্দতালে।
কোন প্রভাতে, আভীর মেখে,
চমকে দিলো সকলজনে।
প্রথম হাসি কান্নাকাটি,
মধুর আওয়াজ সহসাতে।
আরিফীনের সূর্য বুঝি,
উঠলো হেসে মায়ের কোলে,
ডিসেম্বরের ত্রিশ তারিখ,
স্মরণীয় হৃদয়-পটে।
৩০/১২/২০১০ ঈসায়ী সাল।
ফখরে বাঙ্গাল নিবাস,
ভাদুঘর, সদর, বি-বাড়ীয়া-৩৪০০।