পোস্টস

কবিতা

জীবন বন্দনা (হাম্দ এ এলাহী তায়ালা)

১৫ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

তোমাকে চাই নিতে হৃদয়ের
কাছাকাছি করে,
আমার সাধ আহ্লাদ 
সব তোমাকে ঘিরে।

পূর্ণতা আর শূণ্যতা, 
সবি তোমার দান,
কি করে ভূলে যাবো; 
তুমি যে মহীয়ান।

শুধু কি আবেগ আপ্লুত হয়ে একাকি,
অসার প্রার্থনা করে, তোমাকে পাবো কি!
ঘোর অমাবস্যার রাতে, 
পূর্ণিমার আলোর ঝলকে,
স্নিগ্ধতায় পূর্ণতা পাবে কি, 
তনুমন নীরবে।

তোমাকে ছাড়া এ জীবন মরু প্রান্তর,
শ্রীহীন, জঞ্জালে পূর্ণ কালিমাখা অন্তর,
তেপান্তরের মাঠে, এ কোন অভিলাষী,
ঘোর বিপদের উলঙ্গ থাবার মুখোমুখি।

ভালবাসার একটু পরশ, জীবন বন্দনা,
করুণার সিন্ধু হতে, চাই বিন্দু করুণা!
দু'জাহানে ব্যর্থ হবো, তা'ই যদি তুমি চাও,
তোমার খুশিতে স্বর্গ নরক, মেনে নেবো যা' দাও।

২৯/০১/২০০৩
১৩ টা ১০ মিনিট।