Posts

কবিতা

চিরচেনা 

June 15, 2024

ARIFUL ISLAM BHUIYAN

92
View

বিশ্বময় ছড়িয়ে দেবো, ভালবাসার গান,
তুমি বিশাল স্বপ্ন-তরু, আমার হৃদিরাজ।
তারকাপুঞ্জে নিখুঁতভাবে, আঁকা তোমার ছবি,
আকাশ পটে, আবীর মাখা লিখছে কেমন কবি।

ঝড়ের তোড়ে, মূর্ছা গেলো বীর প্রতীকের সাধ,
ভেবেছিলাম নরম রোদে, রাখবো আমার হাত,
ইটের ভাঁটা রক্ত মাখা, অগ্নি মুখে বিদ্রোহী,
অবুঝ প্রেমের বাঁধনহারা, মন হলোরে আসামী।

অভিলাষী মন যে, তোমার স্বচ্ছ জলের মতো,
অভিমানী বারিধারা ঝরায় অবিরত।
বাঁধার পাহাড় আপোষহীনা ভীঁড়ের মেলা,
অবোধ নদীর শুষ্ক চরে ভাসবে ভেলা।

জমে উঠুক আকাশ পরে কালোমেঘের ফনা,
ব্যাথার এটম উর্ধ্বে উঠে ছড়াক ত্যাজিকণা,
মিশিয়ে দেয়ার পরে দেখো হৃদয় আস্তানা,
তোমার তরে থাকবে সেজে সতেজ চিরচেনা।

১৯/০২/২০০৩ ঈসায়ী সাল।
রাত ১৩ টা ২০ মিনি।

Comments

    Please login to post comment. Login