পোস্টস

কবিতা

তুমি আসবে বলে' (প্রিমিয়াম)

১৫ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

আমার আকাশে নইে মঘেরে আনাগোনা,
নইে বদ্যিুৎ চমকানোর ঘনঘটা,
সুস্পষ্ট নীল আসমান নর্বিাক হয়,ে
দবিা-নশিি তব প্রতীক্ষায় প্রহর গুন।ে
তুমি সাজাবে তার,ে
মনরে মাধুরী ঢলে,ে
অপ্সরীরা দলে দল,ে
তোমার আঙ্গনিায় রব।ে
দখে কমেন সাজহীন বাগান,
হারয়িে ফলেছেে ভ্রমর,
নত্যিদনিরে গান,
সবুজ র্দূবাঘাস সব অনাদরে রয় পড়,ে
ফ্যাঁকাসে হলওে টকিে রয়,
তুমি আসবে বল।ে
তোমার ভালবাসায় খোঁজে পাব,ে
সঞ্জীবনী সুধা জীবন,ে
ফরে উঠে দাঁড়াবার,
সাজাতে অপরুপা আরবার।
২১/১১/২০০২ ঈসায়ী সাল।
রাত ১৩ টা ২০ মনিটি।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।