পোস্টস

কবিতা

হতাশাদের ছুটি

১৫ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

কি করে বোঝাব প্রিয়
কতো যে ভালবাসি,
ফোটাবো প্রেমের ফুল, 
গুলবাগে মিলে- মিশি।

ভালবাসার নদী দেখো,
শুষ্ক রেখার মতো,
জল নেই বুক ভরা তার, 
ধূসর বালি যতো।

ঘন গর্জায় কি আষাঢ়ের কালোমেঘ,
ঘন বর্ষায় দৃষ্টি ছড়ায় কি নির্ণিমেষ!
হাজারো কথা মনে পড়ে, 
কাছে নেই যবে তুমি,
দূরে এলে, ভাঁজে ভাঁজে, 
সব শুনি আর কতো ভাবি!

হয়তোবা রঙ্গীন স্বপ্নে বিভোর হয়ে
রাত করে যাও সারা,
নিদহীন চোখে, অমানিশা রাতে, 
তোমায় ঘিরে বাঁচা।

হারানোর ভয়, কভু ঝেঁকে বয়,
শংকিত মন, আনমন রয়,
আশার-অশ্ব করে ছোটাছুটি,
জানিনা কবে, পাশে তব পাবে,
হতাশাদের হবে ছুটি।

০৮/০৫/২০০৩ ঈসায়ী সাল।
১৩ টা ২০ মিনিট।
ফ.বা.নি. ভাদুঘর, বি-বাড়ীয়া-৩৪০০।