পোস্টস

কবিতা

আল আমীন ভূঁইয়ার অকাল মৃত্যুতে শোকগাঁথাঃ (মরহুম আলী আহমদ ভূঁইয়া চাচার ২য় ছেলে, আমাদের সবার প্রিয় ছোট ভাই)

১৫ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

সে রাতে! আলো আঁধারে,
দেখা হলো বুঝি শেষে,
লাজুক ভঙ্গিতে, স্মীত হেসে,
আর কী কভু, কথা হবে!
শৈশবে কৈশোরে খেলেছি সবে,
মাঠে ময়দানে, খালে বিলে ঝিলে,
চৈত্র্যের খর রৌদ্রে, বর্ষার জলে মিলে,
শীত, গ্রীস্মের ভরদুপুরে, সন্ধ্যাকালে।
আজ কোথা' ভাই,কার ইশারায়,
সবা'কে ছেড়ে চলে গেলে হায়!
কোন সুদূরে, কোন অভিমানে!
শোকাহত আজ দেখো সবজনে।
সান্ত্বনা পাবো কোথায় বলো, 
আজ দিবে কে কা'রে!
মা হারালো নয়ন মণি,
সন্তান খোঁজে ফিরে।
ভাই বোন খোঁজে, ভাই পাবে ফিরে,
ফের খোঁজে আর ভাবে,
এই বুঝি এসে বলবে হেসে,
ভাবছো কেনো মিছে!
"যতোদিন মোর হায়াত ছিলো,
ছিলাম সবার সাথে,
সুখে দুঃখে সব বেলাতেই,
সকল জনের পাশে।
দোয়া চাই, দোয়া ক্ষমার তরে,
ক্ষমা করো সবে শেষে,
হাসিমুখে ফের দেখা হয় যেনো,
জান্নাতুল ফেরদাউসে।
কচি কাঁচা মোর আদরের মণি,
রাখিলাম আজ আমানত সবি,
মানুষের মতো মানুষ হবে,
সবার পাশে রবে।"
২০/০১/২০১৮ ঈসায়ী সাল।
ফখরে বাঙ্গাল নিবাস,
ভাদুঘর, বি.বাড়ীয়া।