গোলাকার এই ভুবন খানি!
কতোই না রঙ দেখবো জানি।
না মেলে ভাত না পায় পানি।
দুর্ভিক্ষের মাঝে টানা-টানি।
দ্রব্য মূল্যের বারাবারি
কম পেলেই কাড়াকাড়ি
লুফে নাও তারাতাড়ি!
বাজার নিয়ে ওঠো বাড়ি।
কেউ খায় কেউ বা ভুখা!
যাচ্ছে না এই দুর্নীতি রুখা।
প্রশাসনের কানে সুধা!
অসহায়ের পেটে ক্ষুধা।
কেউ খায় কেউ বা ভুখা!
যাচ্ছে না এই দুর্নীতি রুখা।
কাব্যের তালে আজ করবো রোধ!
তুলবো আজ অনিয়মের সোধ!
যতো বোকা, নির্বোধ।
অসহায়ের মনের ক্রোধ।
পাবে তারা পাবে শোধ।
শস্যক্ষেতের শস্যমালা!
কৃষক ব্যাটার যতো জ্বালা।
নিজ ক্ষেতের চাষের অন্য!
পাচ্ছে না সে খাওয়ার জন্য।
বিক্রি করে কৃষক ষাট।
সে ব্যাটা কেনে দুশ'ষাট।
কৃষক ভাবে বেচলাম ষাট
মূল্য বেশী গরম তাই হাট।
মূল্যের বৃদ্ধি হাটের পর হাট!
কৃষক ব্যাটার আয় শুধু ষাট।
প্রতিবাদ যদি নাই করো।
মরো তোমরা ভুখা মরো।
রুখে যদি নাই দাড়াও!
তবে তোমরা সব হারাও।