Posts

কবিতা

বই মেলা

June 15, 2024

ARIFUL ISLAM BHUIYAN

বইয়ের মেলা, মে--লা বই,
কোথায় খোকা, খুকি।
প্রাণের মেলা, শত শত,
করছে ডাকাডাকি।
ভীঁড় করেছে সবাই দেখো,
পড়ে জামা জুতো,
বারে বারে আসতে মেলায়,
ধরছে নানা ছুঁতো।
দেখতে পাবে নামী দামী,
কবি, লেখক, কতো,
নিজের বইয়ে দৃষ্টি ফেলে,
ভাবছে কী যে কতো।
তাকিয়ে রবে, পলকহীন,
ভাবছো, কেমন করে!
ভাবের মালা, গাঁথছে নিতুই,
শব্দ, কথা ধরে।
ঐ যে দেখো পাথর চোখে,
বর্ণ সাদা কালো,
বইয়ের গায়ে দেখছো কতো,
ছবি আঁকলো ভালো।
মনের চোখে, দেখো সবে,
আজো জেগে তারা,
পথ দেখালো, পাতায় পাতায়,
করলো জীবন সারা।
মনের কথা, ধ্যান-ধারণা,
পরশ বাণী কতো,
জীবন পথে, দিশা দিবে,
সফল মানুষ হবো।
মীরেরটেক, মগবাজার, 
রমনা, ঢাকা।

২৫/১০/২০১৭ ঈসায়ী সাল।
রাত ১২:১০।

Comments

    Please login to post comment. Login