পোস্টস

কবিতা

সিরিয়া থেকে বলছি

১৫ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

কলম ছোঁড়ে অস্র ধর,
কলম হল বিকল,
অস্র অজস্র অস্রেই জবাব,
লাগাও তাদের শিকল।
মুখে মুখে শান্তি বাণী,
কথাই তাদের সার,
অস্র বেচা, হীন স্বার্থ,
নাইরে কিছু আর!
বন্ধ্যা হলো বিশ্ব কবে?
মহান নেতা কোথা'?
রক্ত সাগর, মৃত্যুলোক,
নাইরে মানবতা।
বিশ্বটারে স্বর্গ করে,
তুলবে গড়ে কারা?
মানুষ হয়ে মানুষ মারে,
নেইযে জড়তা।
জাতি হচ্ছে ছিন্ন ভিন্ন,
জাতিসংঘ নির্বিকার,
নগ্নভাবে জালিম পক্ষে,
সকল ভেটো পাওয়ার।

১০/০৩/২০১৮ খ্রীস্টাব্দ।