পোস্টস

কবিতা

ফিলিস্তিন থেকে বলছি

১৫ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

অশ্রু নয় অস্ত্র দাও,
বিশ্বে শান্তি আনি,
নামকাওয়াস্তে ত্রাণ নহে, আর
যুদ্ধ বিমান চাহি।
বাঁচিয়ে কি লাভ,
করিবে আঘাত,
আমরা নিরস্র।
বীরের মতো,
হাজারো বছর,
বাঁচিতে দাও অস্ত্র ।
মানবতা, সাম্যবিধান,
নিরপেক্ষতা যতো,
বই কিতাবে রাখো;
চোখের সামনে, 
মারছে কতো,
নারী ও শিশু,
হিসেব রেখেছো কভু। 
ত্রাণের বহর, 
ফিরাবে প্রাণ,
আবার মারিবে এসে;
জালিমের টুটি,
চেঁপে ধরো তারে,
ক্ষান্ত করো বসে।
তাই যদি না পারো,
সমানে সমানে,
যুদ্ধ করার, 
অস্ত্র পাঠাও আরো।
নিরস্র নারী শিশুর উপরে,
সসস্ত্র কাপরুষ ঝাঁপিয়ে পড়ে,
বেলা অবেলায় প্রাণ কাঁড়ে কতো।

২০/১০/২০২১ ঈসায়ী সাল।