পোস্টস

কবিতা

এই পৃথিবীর আর্তনাদ!

১৫ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

পৃথিবীর আলো বাতাস,
প্রকৃতির অকৃপণ দানে,
হয়েছো বড়ো অনেক,
শাসক, রাজা, সম্রাট মানে।
দুঃখ ধরাধামের, 
পারোনি ভালোবাসতে, 
বিশ্ব আর বিশ্বজনে!
সুবিশাল উদার মনেতে!
সংকীর্ণ চিন্তা, বড়ই হীনমন্য,
শুধু দল, স্বদেশ, স্বজাতিকেই ভালোবাসো! 
সুখ-শান্তি, সমৃদ্ধি করতে নিশ্চিত,
ভিনদেশ, ভিনজাতির সব অনিশ্চিত!
তোমার বুকে তোমার সন্তান,
খেলছে পুলক মনে,
পৃথিবীর শিশু খেলছে কেনো?
তাজা বোমার সনে।
ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন,
শিজিংপিং, প্রেসিডেন্ট, কিং!
তোমরা শুধু, দল ও দেশের,
বিশ্ব-বাসীর নও,
থামাও সবি রক্তচোষা,
ফেরার চাবি লও। 
কোন্ কারণে শান্ত মানুষ,
দ্রোহানলের বিদ্রোহী,
বাঁধছে বুকে মারনাস্ত্র,
লড়ছে  মরনবধি।
ফোকলা দাঁতে, অন্ধ স্বার্থ,
হিংস্র কতো সবাই দেখো,
বুঝবি কবে, ভালোবাসা,  
সবার সমান, হোকনা ছোট-বড়ো।
শুনতে কি আর পাবি তোরা,
এই পৃথিবীর আর্তনাদ!
আসবে ঠিকই বিশ্ব নেতা,
গর্জিয়া নাদ-মহানাদ।

১২/০৩/২০১৮ ঈসায়ী সাল।