Posts

কবিতা

বিপ্লবী (২) (Premium)

June 15, 2024

ARIFUL ISLAM BHUIYAN

আমি রবি ঠাকুর, বদ্রিোহী নজরুল,
বপ্লিবী মাজলুম, জীবনান্দ, ফররুখ,
আমার খুনরে সাত সাগরে খলেছ,ে
সত্য-ন্যায়রে টাইফুন,
করবি নাশ-বনিাশ,
কুচক্রীর কুচকাওয়াজ,
স্তব্ধ করবি তাদরে প্রান।
প্রাণে প্রাণে জ্বালবি
নতুনরে জয়গান।
ভাঙ্গয়িা রচবি পাষাণরে বক্ষে
কোমলরে উদ্যাণ।
আমি তরতর,দরদর, র্দূবার,
র্দূণবিার, গতবিগে,ে
খরস্রোতা, পদ্মা, মঘেনা,
যমুনার ভাঙ্গন,ে
পাষন্ড, র্ববর, অত্যাচারীর
সলীল সমাধি রচতি।ে
যবনকিাপতন।
রক্ত -র্বণলি, লোহতি নাফরে
শোক-সন্তপ্ত, জলধারায়,
পরাধীনতার অবকাশ।
স্বাধীন র্শৌযর্বীয,ে বলীয়ান,
আগ্নয়ে গরি,িলাভা নয়িে উন্মত্ত, জয়োল্লাস।
জয়ী, বীর সনোদল,
ঝড়-ঝঞ্ঝাবগে,ে ছুটে চল্ চল্,
নুতন জীবনরে উচ্ছ্বাস।
জীবনে জীবনে গতবিগে এন,ে
শত্রুদরে নাশি চরিতর,ে
পাহাড়ে পাহাড়ে গড়ি
মৃত্যু-ফাঁদ।

০৮/০৯/২০১৭ ঈসায়ী সাল।
দুপুর ০২ টা ৩০ মনিটি।
ফখরে বাঙ্গাল নবিাস,
ভূঁইয়া বাড়ী, বাড়ী# ১২৩৪,
ওর্য়াড# ১২, গ্রাম: ভাদুঘর,
পোষ্ট: ভাদুঘর-৩৪০০।
থানা:সদর, জলিা: ব.িবাড়ীয়া।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login