Posts

কবিতা

বিপ্লবী (৩)

June 15, 2024

ARIFUL ISLAM BHUIYAN


আমি সৌরগতি, সৌরাজ্য, সৌরঝড়,
নাস্তানাবুদ করি জালিমের পৃথ্বিতল।
আকাশ পাতাল, মেরু-অমেরু, 
গ্রহ-উপগ্রহ, উল্কা ধুমকেতু, আমি।
থামিতে জানিনা, চরম, পরম, 
চির-ক্রুদ্ধ, জালিমের শেষ যতি।
চিরতরে শেষ, করিব দালাল, 
সুযোগ সন্ধাণী,
হাতে পায়ে সব পড়াব শিকল, 
চির-ধ্বংস আনি।
আমি  ক্ষুধার্ত জাহান্নাম, 
ভয়ংকর পুলসিরাত, সূর্যদল।
একে একে সব করিব উঁধাও,  
খোদা-দ্রোহী, জালিম-পুঁঞ্জ।
আমি গোগ্রাসী।
বর্জ্রনিনাদী।
যুগে যুগে, যুগ-নকীব।
জালিমের সাথে শত্রু-পথে, 
হেঁটে-গেঁটে মুনাফিক,
যুদ্ধের ময়দানে, নাম জানা অজানা, 
মীর জাফর, ঘসেটির;
প্রচন্ড রুদ্রঝড়ে, তীব্রগম্ভীর আক্রোশে, 
টানি জীবনের ইতি,
সামাল-বেসামাল ঔদ্বত চূর্ণ বিচূর্ণে,
গড়ি শান্তির পৃথ্বী।
আমি, ভয়ানক কম্পণ, শত্রু মনে,
জ্বালায় নরক, নরকেই ছুঁড়ে মারি,
পাষাণ, পাষন্ড, নির্মম, নিষ্ঠুর, 
মানব- দানব সংহারি।
আকাশ পাতাল, ভূতল ফাঁড়ি, 
আল্লাহর আরশ, জানা-অজানায়, ঘুরিফিরি,
যেখানেই পায় শত্রু অরি, 
মৃত্যু দুয়ার, চির অশান্তি;
সলীল সমাধি করি, 
কভু জীবন্ত পুঁতে ফেলি।

২২/০৩/২০১৮ ঈসায়ী সাল।  

Comments

    Please login to post comment. Login