পোস্টস

কবিতা

বিপ্লবী (৫)

১৫ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

আমি অগ্নি, অগ্নিময়, অগ্নিরথ,
সুপ্ত আগ্নেয়গিরি,
পুঁড়ে ছারখার করি,যতো জঞ্জাল, ধ্বংসের হাতেখড়ি। 
কান্তিময়, চির অলংকার,
মহাউন্নত শির, নির্ভীক বীর,
মহাসেনাপতি সপ্ত ধরিত্রীর।
আমি মহাকবি আলাওল,
কায়কোবাদ, মাইকেল মধূসুদন দত্ত।
মহাকাব্য লিখি।
সদ্য উদগীরিত অগ্নিলাভায়,
পাহাড়ে, পর্বতে, শিলা-প্রস্তরে,
ধরাধামের প্রান্তরে-অন্তরে।
চির সংগ্রামী, চির বিদ্রোহী,
অনবদ্য, মহাকাব্য,  শান্তি -বাণী, 
জাগরূক ঘরে ঘরে, জাগরণ  বিপ্লবী।
নীলাকাশে ভাসে, ক্ষীপ্র তীব্রবেগে,
শুভ্র মেঘের ত্যাজী অশ্ব দলে দলে,
তর্জনগর্জনে বিদ্যুৎ চমকি যায় বলে,
বিদ্রোহী, চির বিপ্লবী গ্রহ-উপগ্রহে।
আকাশে, বাতাসে, ইথারে ভাসে,
মহানন্দে, মহাছান্দসিক ছন্দে ছন্দে।
অপসাহিত্য, অশ্লীল সাহিত্য, 
নিমিষেই দিব মুছে,
আঁধারে কালো, কুরুচি, ধুয়ে মুছে,
সত্য সুন্দর সাহিত্যের আগমনে,
আমি বিদ্রোহী, বিপ্লবী ক্ষণে ক্ষণে।
অপরূপ সাজে সাজাবো ধরা,
মনোলোভা সব রুপের পসরা,
নয়ন জুড়ানো বাহারি ঢালি,
পুষ্পিত পল্লবী, আমি বিপ্লবী।
একে একে সব বাঁধার পাহাড়,
ভাঙ্গিয়া সব করিব চুরমার ।
নীতিহীন যতো নীতির শিকলে,
করিব বন্দী, অশৃংখল শৃঙ্খলে।
জীবনমৃত তন্ত্র -মন্ত্র, 
সত্য প্রাণে করিব জীবন্ত,
জুড়া জুড়ি করি, 
ধরা ধরি করি,
প্রাণে প্রাণে বাঁধিব প্রাণ, 
বাঁচি আর মরি।
চির বিদ্রোহী।
আমি চির বিপ্লবী।

২৪/০৩/২০১৮ ঈসায়ী সাল।