Posts

কবিতা

বিপ্লবী  (১০)

June 15, 2024

ARIFUL ISLAM BHUIYAN

75
View

চির বিপ্লবী!
মার্চের তালে তালে,
তোমার মিছিলে,
পায়ে পায়ে চলে,
বজ্র হুংকারে,
শান্তির তরে,
আসছে দলে দলে,
শান্তির বিশ্ব চায়;
অশান্তি, মারামারি,
কাটাকাটি, হানাহানি,
মিথ্যাচার, জানাজানি,
খতম শেষে আপন ভূবন পায়।
সত্য নাবিক!
সততঃ বিদ্রোহী!
যুগে যুগে, যুগোপযোগী,
জোগায় শান্তিবাণী,
অশান্ত বিশ্ব, 
করেছে শান্ত,
সুখ দিয়েছে আনি।
আবার এসেছে ফের,
অত্যাচারী, জালিমের,
নতুন কূট কৌশলে;
নিষ্পেষিত মানবতা,
মেতেছে হত্যাযজ্ঞে,
চতুর যাঁতাকলে।
হে বিশ্ববাসী!
ঘুমন্ত শার্দূল,
বিশ্ব বিপ্লবী! 
এসেছে সময়,
জেগে উঠবার, 
ঘুরে দাঁড়াবার,
কোন দলে যাবে বলো!
অতি সন্তর্পণে, স্বাগত স্বাধীন,
বিশ্ব জয়ে চলো।
নীরবতা বাড়িয়ে দিবে,
অত্যাচারীর বল!
সত্য ন্যায়ের ঝান্ডা হাতে,
খতম করবে ছল।
হাতে পায়ে, চোখে মুখে,
অসি, মসি, ট্রিগার রেখে,
সব হবে আজ শেষ,
বাটন চেপে, নগ্ন আগুন;
দ্রোহানলে পুঁড়বে ফাগুন ,
বিশ্ব হবে বেশ।
আর ঘুমাবে কতো,
বিপ্লবীরা জাগো!
কেঁড়ে নিলো নেঁকড়ে যতো,
তোমার শান্তিধাম,
মানবতা অসহায়,
চেয়ে আছো পথ পানে কার?
বীরদর্পে চলো, 
বিপ্লবীরা ছুটো। 
সমস্বরে গাহি,
আমি বিদ্রোহী,
চির বিপ্লবী,
চির সংগ্রামী।
২৯/০৩/২০১৮ ঈসায়ী সাল।

Comments

    Please login to post comment. Login