Posts

কবিতা

বিপ্লবী (১৪) (Premium)

June 15, 2024

ARIFUL ISLAM BHUIYAN

0
sold
উড়াও নশিান,
বাজাও ভীষণ,
বজ্রযানে বজ্রনাদ,
বপ্লিবীরা জন্দিাবাদ।
আর কতোকাল,
পথরে পান,ে
রয়বে চয়ে,ে
অধীর হয়;ে
ছঁিড়বে গঁেড়ো,
ভাঙ্গবে শকিল,
করবে বকিল,
ঝঞ্ঝা লয়।ে
ঝড়ো হাওয়া,
বয়ে যাওয়া,
আঁধার ঘরো,
পালযে ছঁেড়া,
পাহাড় ছোঁয়া,
র্ঊমি ধোঁয়া,
আসছে ধয়ে,ে
আকাশ ছঁেয়।ে
তারার মলো,
আলোর খলো,
যায়না দখো,
লক্ষ্য রখো,
মলিবে কোথা,
জাতরি নতো,
জাগবে মানবতা,
আসবে সফলতা।
দশিহোরা জাত,ি
জাগছে দবিারাত,ি
আসলো বুঝ,ি
সদলবলে যুঝ,ি
ঘুমহারা বদ্রিোহী,
মুক্তি পাগল রাহী।
দূরন্ত অশ্বারোহী,
র্দূবার মতি গত,ি
বপ্লিবী শাহানশাহী।
দখেছে সব,ে
আকাশ পর,ে
জমছে মলো,
মঘেরে ভলো,
তারায় তারায়,
আলোর আভায়,
ভরছে পৃথবিী।
রুপালী আলো,
সোনালী বলো,
সব তাড়ালো,
আঁধার কালো।
বজিয়ী বপ্লিবী।
চরি সংগ্রামী,
জাগ্রত বদ্রিোহী।
চরি বপ্লিবী।
হয়তো তুম,ি
স্বপ্ন চুম,ি
আবাদ করো,
মৃত ভূম;ি
সবার হাস,ি
ছন্দ হয়,ে
ফোটে কলম।ে
সবার সুখরে,
র্ঝণা ধারা,
তোমার খুশরি,
ফল্গুধারা,
নজিরে সব,ি
যাও ভুল,ি
খোদার করম।ে
ধীমান কশিোর
কশিোরী বভিোর,
ছুটছে যুবক,
যুবতী সরব।
অনন্ত যাত্রী,
সচতেন সাস্ত্রী।
অরুন রব,ি
তরুণ কব,ি
জাতরি কান্ডারী,
আত্ম বশ্বিাসী।
চরি বদ্রিোহী,
চরি বপ্লিবী।
০৪/০৪/২০১৮ ঈসায়ী সাল।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login