বিপ্লবী!
আলোর ফোঁয়াড়া,
সচেতন আঁখি,
জাগো ফিরিয়া,
হাতে হাত রাখি।
বিনিদ্র রজনী শেষে,
সোনালী ভোরের আশে,
চিরপ্রত্যয়ী,
চির সংগ্রামী!
অন্ধকারে আলোর রেখা,
দিশেহারা খুঁজছে একা।
মন্দ পথে ভালোর দেখা,
মিলবে কভু ভাবছে কেবা!
কেউবা ভুলে পথ হারিয়ে,
পথ খুঁজে যায়, পথ পেড়িয়ে।
সহজ, সরল, সফল পথে,
পথিক চলে, আপন মনে।
মানব মনে! হলো কীযে!
আলো ফেলে আঁধার খুঁজে,
ভালো মতের পথ ছেড়ে,
মন্দ পথেই ঘুরে ফিরে।
অন্ধকারে বিপদ আপদ,
ওৎ পেতে রয় হিংস্র স্বাপদ,
হেলায় ভুলে, খেলার ছলে,
জীবন যাবে, অতল তলে।
সুধা ছেড়ে, গরল পানে,
অসুর নাচে, বেসুর গানে,
মৃত্যু নেশা, জীবন ঘেষা,
সব ভুলিল, মরা বাঁচা।
চলছে জীবন, ভাসছে সবে,
ভালো খারাপ, পথ বিপথে।
কেউ শোনেনা, নিজের কানে,
অন্ধ মাতাল, কিসের টানে।
সমাজ, জাতির, জরা খরা,
মন্দ খারাপ, কালো ধরা,
যাক হারিয়ে, চিরতরে,
নামবে আলো ভুবন জুড়ে।
জাগছে সবে,
হাঁকছে রবে,
ডাকছে জোরে,
পথের পরে,
পবন বেগে,
ছুটতে হবে,
ছুটছে সবে,
চির সংগ্রামী।
চির বিপ্লবী!
২৪/০৪/২০১৮ ঈসায়ী সাল।
80
View