Posts

কবিতা

বিপ্লবী (১৯)

June 15, 2024

ARIFUL ISLAM BHUIYAN

89
View

বিপ্লবী।
উড়াও ঝান্ডা,
বয়বে হাওয়া,
লাগবে পালে,
লক্ষ্য তরী,
ফিরবে তীরে,
সফল অভিযানে।
শালীনতা,
স্বাধীনতা, 
চলবে সাথে,
রাত-বিরাতে,
রুপ অপরুপ,
দৃষ্টি লোলুপ,
পথে ঘাটে,
আঁটবে কুলোপ।
কেউবা বলে পোষাক আশাক, 
যেমনি ইচ্ছে, তেমনি পড়ি, 
আমার স্বাধীনতা,
দৃষ্টি তোমার খারাপ কেনো, 
তাকিয়ে থাকো বদের মতো, 
চোখের অধীনতা! 
খুব সেজেছি, বাইরে যাবো, 
কেউ দেখে তা' পাগল হবে, 
ভারী মজা হবে!
হয়তো কভু,  মেলবে আঁখি, 
ফেলতে পাতা, কেবা কবে, 
সবি ভুলে রবে।
দেখতে চাহে, কেউবা দেখায়, 
দোষ দেয়া যায় কারে,
রুপের গরব, ভাবে সরব, 
রুচির বোনন নজর কাড়ে।
শালীনতা হারিয়ে কোথা,
অশালীনের পথে চলে,
কথা কাজে নাই শ্লীলতা,
যায়না দেখা পোশাকে,
লজ্জা বুঝি লুকিয়ে গেলো,
আজব রুচি দেখে।
ছোট বড়, পথিক, মজুর, 
মধুর ভাষা, যায়না শোনা।
কেমনে চলে, কীযে বলে,
আপন পরে, ভেদ মানেনা।
আমার চলা, আমার মতো,
স্বাধীন কথা, বেজায় ভালো!
নয়তো একা তুমি ধরায়,
কত মানুষ বিদায় হলো!
চলাচলে, বাক বচনে,
পোশাক-আশাক,
রুচির জেরে,
ভুগবে সবে, ভুগবে নিজে,
বাড়ছে অনাচার,
দায় নিবে কে রে ?
শালীন পোশাক,
দৃষ্টি নত,
হেফাজতে শরম গাহ্,
শান্তি পাবে, শান্তি রবে,
কাছের দূরে, আপন পরে,
কাজের মাঝে শাহানশাহ্।
আবার জাগো মুক্তিকামী,
অশালীনের বিদ্রোহী,
সুন্দরের কান্ডারী,
সাজবে ধরা, নতুন সাজে,
সত্য সুন্দর কথা কাজে,
ঝঞ্ঝাবেগে বিপ্লবী। 
চির সংগ্রামী।
২৫/০৪/২০১৮ ঈসায়ী সাল।

Comments

    Please login to post comment. Login