বিপ্লবী!
তুমি চিরবিদ্রোহী।
অশান্ত বিশ্বে বল্গাবিহীন,
শান্তি ধরিত্রীর।
যুদ্ধ হবে,
যে যুদ্ধ সবে,
ন্যায়ের পক্ষে,
অন্যায়ের বিরুদ্ধে,
আগ্রাসীদের শিক্ষা দিয়ে,
অত্যাচারীর জুলুম শেষে,
একটি বিশ্ব হবে।
যে বিশ্বে তোমার আমার,
আমার তোমার সবার,
সব অধিকার রবে।
ভেদ-বিভেদ রয়বেনাকো,
আপন পর বুঝবেনাতো,
সমান সমান হবে।
মানবেনা কেউ সীমারেখা,
স্বার্থপরের চিত্র লেখা,
এক আকাশের তলে,
এক পৃথিবী হলে।
দেশগুলো সব, মাতৃসম,
জগত মাঝে সৃষ্টি যতো,
সুখে দুঃখে, বিপদ যবে,
সবাই সবার হবে।
ভিসা পাসের ঝুট ঝামেলা,
মানবেনা কেউ হর হামেশা,
সকল দেশই আমার দেশ।
বিশ্ব ঘুরে আসবো ফিরে,
নিত্য নতুন খবর দিয়ে,
যাচ্ছে যাবে বেশ।
উচ্চ করি শির,
ঊর্ধ্ব শামশির,
ত্যাজী ঘোড়ার পিঠে।
ত্বড়িত গতিতে,
পলকে ছুটিতে,
জয়ের ঝিলিক ঠোঁটে।
বিপ্লবী!
ঘোর অমানিশি,
বাধার পাষাণ টুটি,
পাগলা অশ্ব ছুটে।
চলে হরদম,
ছুটে দমদম,
সময় প্রাচীর ধ্বসে।
অহোরাত্র দিবানিশি,
ছুটছে বিরামহীন,
বিশ্বাসে নিঃশ্বাসে।
চির বিজয়ী,
চির বিদ্রোহী,
বিপ্লবী শাহী,
বিশ্ব বিজয়ী।
মুক্তির মুক্তিকামী,
চির বিপ্লবী।
১৩/০৫/২০১৮ ঈসায়ী সাল।
74
View