Posts

গল্প

হৃদয় দহন (Premium)

June 15, 2024

মিনাল কান্তি

Original Author ফাতেমা তৌসি

রুবিনা আর অপরার দেখা হলো পাড়ার বড়ো দোকানটার কাছে। দুজনেই এসেছে কিছু জিনিস কিনতে। অপরা লজ্জায় মেয়েটির দিকে তাকিয়ে থাকতে পারল না। ওর সংকোচ ধরে ফেলল রুবিনা। হেসে বলল,"কী রে, ওমন করে আছিস কেন?"

অপরা যে কি বলবে, বুঝতেই পারছে না। তার ভীষণ লজ্জা অনুভব হচ্ছে। রুবিনা এসে অপরার বাহু টেনে ধরল।

"ওমন মুখ করে আছিস কেন? মায়ের কথা এখনো ধরে আছিস?"

"চাচি তো ভুল বলেনি রুবিনাবু।"

"ধুর পাগল, মা তো বেশি বেশি বলেছে। তাছাড়া তুই তো ইচ্ছে করে ওদের সামনে যাস নি। ওরাই তো ওদিকটায় গেল। আর তোকে দেখল। তাছাড়া, আমাকে তাদের এমনিতেও পছন্দ হতো না।"

অপরা'র খারাপ ই লাগল। ও খপ করে রুবিনাবুর হাত খানা ধরে ফেলল,"রুবিনাবু, তুমি মনে দুঃখ রাখো নি তো?"

"পাগল মেয়ে, দুঃখ কেন রাখব?"

"আমি সেদিনের ঘটনা ভুলতে পারি না। সারা টা সময় আমার মন আনচান করে।"

রুবিনা কথা বলল না। বরং হেসে

This is a premium post.

Comments

    Please login to post comment. Login