পোস্টস

কবিতা

মা তুমি কোথায়

১৫ জুন ২০২৪

Sharifuzzaman Sadi

নিঃশেষে বিভাজ্য

 

মা তুমি কোথায়?
মা তুমি কোথায় গেলে?
আমি যে আসছি মা,
অনেক দিন পর আসছি মা।
বাড়িটা যে আজ ফাঁকা লাগছে,
তোমার কোনে অস্তিত্ব যে এই বাড়িতে নেই মা!
সবাই যে তোমাকে ভুলে গেছ,
তারা কি অদ্ভুত হেসে খেলে যাচ্ছে, 
আমি যে ভুলতে পারি না তোমাকে।
মা লিখতে কস্ট হচ্ছে, ভাবতে কস্ট হচ্ছে! 
ওরা তোমাকে  থাকতে দিল না!
আমি  আর নিতে পারছি  না মা,
আমাকে নিয়ে গেলে না কেন মা?
আমার যে আর সহ্য হচ্ছে না।
পৃথিবীটা উল্টে দিতে ইচ্ছে করছে,
তচনচ করে দিতে ইচ্ছে হচ্ছে সব কিছু।
পৃথিবী ভুলে গেলেও
আমি তোমাকে ভুলব না মা