Posts

পোস্ট

কীভাবে ইনস্টাগ্রামে ছবির ফিল্টার খুঁজে পাবেন?

June 15, 2024

Nurul Mostak

কীভাবে ইনস্টাগ্রামে ছবির ফিল্টার খুঁজে পাবেন?

কীভাবে ইনস্টাগ্রামে ছবির ফিল্টার খুঁজে পাবেন?

ছবি বিষয়ক শেয়ার করার অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হল ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের ফিল্টার ব্যবহার করা যায় কোনো পোস্ট বা স্টোরির ছবিতে বিশেষ কোন ‘ইফেক্ট’ যুক্ত করার জন্য।

কোনো ছবির চেহারা হালকাভাবে এডিট করতে বা পুরোপুরি পালটে ফেলতে ফিল্টারগুলো দারুণভাবে কাজ করে। বিশেষ করে টিন এজ ব্যবহারকারীদের কাছে এই ফিল্টার গুলো খুবই জনপ্রিয়।

প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটাল ট্রেন্ডস লিখেছে, ইনস্টাগ্রাম অ্যাপে এই ফিল্টারগুলো ইন-বিল্ট অবস্থায় থাকে। আর এগুলো খুঁজে পাওয়া বেশ সহজ কাজ। চলুন দেখে নিই কীভাবে ইনস্টাগ্রামে ছবির ফিল্টার খুঁজে পাবেন।

ইনস্টাগ্রামে ছবির ফিল্টার খুঁজে পাওয়ার দুটি পদ্ধতি আছে।

প্রথম পদ্ধতিঃ

১। প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করুন।

২। নিজের প্রোফাইলে প্রবেশ করে ওপরের ডান কোণায় ‘+’ চিহ্নে চাপ দিন। 

৩। এরপর ক্রিয়েট মেনু চালু হবে, সেখান থেকে ‘রিল’ অথবা ‘স্টোরি’ অপশনটি বেছে নিন। এতে একটি ক্যামেরা আইকন সামনে আসবে।

৪। এরপর স্ক্রিনের নিচে মাঝখানে ‘ম্যাগনিফাইং গ্লাস’ আইকন দেখা যাবে। এর মাধ্যমেই বিভিন্ন রকম ফিল্টার খোঁজা যাবে। 

৫। এবার ওই আইকনে চাপ দিন, স্ক্রিনের নিচের দিকে বিভিন্ন ফিল্টারের অপশন দেখতে পাবেন। 

৬। এরপর সামনে ও পেছনে সোয়াইপ করে ফিল্টারগুলো খুজে নিন৷ এটি খোঁজার সময়ই লাইভ ক্যামেরার ভিউ পরিবর্তন হবে বিভিন্ন ফিল্টারের ওপর ভিত্তি করে।

দ্বিতীয় পদ্ধতিঃ

১। স্ক্রিনের বাম পাশের ‘ইফেক্টস’ আইকনে চাপ দিন, এতে নতুন একটি পেইজ চালু হবে। নির্দিষ্ট কোনো ফিল্টার খুজে নিতে পারবেন বা বিভাগ অনুসারেও খুঁজতে পারবেন এখানে ‘সার্চ’ অপশন থেকে। প্রতিবার একটি ফিল্টারের ওপরে চপ দিলে ওপরে প্রিভিউ পরিবর্তন হতে দেখা যাবে।

২। নিজের পছন্দের ফিল্টারটি বেছে নেওয়ার পর, অ্যাপের ওপরের ফিল্টার গ্যালারিত থেকে প্রিভিউ উইন্ডো নির্বাচন করে স্টোরি পোস্ট করুন।

অনেক ফিল্টার আছে যেগুলো ইনস্টাগ্রামের ব্যবহারকারীরাই তৈরি করে থাকেন। কোনো নির্দিষ্ট ফিল্টার খুব পছন্দ হলে, ওই ফিল্টার নির্মাতার তৈরি করা অন্যান্য ফিল্টারও খুঁজে দেখার সুযোগ রয়েছে।

অন্যান্য নির্মাতার তৈরি করা ফিল্টারও কীভাবে খুঁজে পাবেন?

১। এটি করার জন্য প্রথমে তাদের প্রোফাইলে যেতে হবে। 

২। প্রোফাইলে গিয়ে তিনটি তারার চিহ্নের মতো দেখতে ‘ইফেক্টস’ আইকনে ক্লিক করুন, এতে তাদের ‘ইফেক্ট গ্যালারি’ বা বিভিন্ন ফিল্টার দেখতে পাবেন।

পরবর্তীতে ব্যবহার করার জন্য যেকোনো ফিল্টার সেইভ করেও রাখতে পারেন। এতে আপনার বার বার ফিল্টার খুঁজে সময় নষ্ট করতে হবে না।

কীভাবে ফিল্টার সেইভ করবেন?

১। এটি করার জন্য ইফেক্ট গ্যালারিতে যান। স্ক্রিনের ডান দিকে নিচের তিনটি ডট আইকনে চাপ দিন।

৩। এবার ‘সেইভ ইফেক্ট’ অপশনটি বেছে নিন।

ইনস্টাগ্রামে ফিল্টার খোঁজার জন্য কয়েকটি ধাপে কাজ করতে হয়। তবে, একবার কেউ যদি পছন্দের ফিল্টারটি খুঁজে পান, তাহলে সেটি সেইভ করে চাইলে বারবার ব্যবহার করতে পারবেন।

সুত্র

Comments

    Please login to post comment. Login