Posts

চিন্তা

”সুপ্ত আমার হারানো স্মৃতি”

June 15, 2024

মোঃ ইকবাল খান

100
View

সব স্মৃতি হারিয়ে যায় না, মাঝে মাঝে কিছু স্মৃতি চিরন্তন সুপ্ত হয়ে বিচরণ করে। জীবনকে আগলে রেখে সর্ব মোহ-প্রণয় মুক্ত রেখে আত্মিক শক্তির বলিয়ানে এক আদর্শিক জগতের মধ্যে ধাবমান হয়ে শিক্ষা জীবন বিকশিত হচ্ছিল। তবুও চাই নি যাহা তাহাই অজান্তে জীবনের সাথে স্মৃতির মতো জড়িয়ে গেলো। কিন্তু সে এক আধ্যাতিক জগতে প্রবেশ ঘটলো আমার জীবন যেখানে মানুষ গম্ভীরতা নষ্ট করে সেখানে আমি আরো বেশি রক্ষণশীল জগতে প্রবেশ করলাম। প্রতেকটা সময়ই নিজেকে শ্রেষ্ঠ আদর্শিক রূপে প্রকাশ করলে লাগলাম মনের থেকেই। সে এক যুগ পার হলো তবেই স্মৃতির অশরীরি সে দৈহিক রূপটা হারিয়ে গেলো অজান্তে, আপন দোষে, অবহেলায়, গাফেলে। আজও ভুলতে পারি নি এবং যদি এমন কোনো কারণ বা বিষয়বস্তু উপস্থিত হয় তা ভুলিয়ে দিতে ক্ন্তিু মনের অজান্তে অথবা সে সব কাণের সাময়িক অনুপস্থিতিতেই আবারও মনকে নাড়া দিবে সেই হারানো স্মুতি।

Comments

    Please login to post comment. Login