Posts

কবিতা

অদ্ভুত রাত্রি এক

June 15, 2024

Nafis Istiak Emon

Original Author নাফিস ইসতিয়াক ইমন

জঙ্গলে স্তূপকৃত হয়ে পড়ে আছে মৃত শ্বাপদের দল-

ব্যাঘ্র মাংস দিয়ে নিরীহ মৃগীরা সারে নৈশভোজন!

পৃথিবী বদলে গেছে, উল্টেছে গণিতের সব ফলাফল,

প্রতিশোধ নিতে তাই দুর্বলদের এই এত আয়োজন।

সবকিছু থেকে আজ শবের গন্ধ ভেসে আসে,

পালানোর সব পথ বন্ধ করে পলাতকেরাই!

‘মৃতদের খোলা চোখ’- জোৎস্নারা খুব ভালোবাসে,

পাইন গাছের ছায়া শোষকের রক্ত শুষে খায়।

অরণ্য নয় শুধু নগরও বদলে গেছে বেশ;

গদ্য ছন্দে আর কবিতা লিখে না কবিকূল

টাকা খাওয়া ভুলে গেছে পেটমোটা খাদকবিশেষ,

নেতারাও জনতার স্বার্থরক্ষায় মশগুল!

শত্রু রাষ্ট্রগুলো যুদ্ধ হলে অপরের দিকে

পারমাণবিক নয়, তাজা তাজা ফুল ছুড়ে মারে!

একটা বিষয়ে শুধু সবাই থাকতে চায় খুব সম্মুখে

কার চেয়ে কে বেশী শস্য ঘরে তুলতে পারে!

এতদিন উদাসিন থাকা সব মানুষের ভেঙে গেছে ঘুম;

বাকিরাও চেয়ে দেখ ইতোমধ্যে আড়মোড়া দেয়!

একটা গোপন কথা জেনে গেছে মৃতপ্রায় সব মজলুম-

জালিমের গোশতই সবচেয়ে খেতে উপাদেয়!

Comments

    Please login to post comment. Login