তোর ডাকে সাড়া দিতে অনায়াসে ভেঙে ফেলি যাবতীয় কাজের কফিন;
তারপর একত্রে কবিতার কানাগলি ঘুরে আসি আমরা দুজন-
দিনের সময়কাল সমুদ্র হয় যদি তবে সাদা-কালো ডলফিন
আমাদের স্মৃতিগুলো- তোলপাড় ঢেউ তোলে সেকেন্ডে কয়েক ডজন।
জন্ম নেবার দিন পুনরায় প্রকৃতিতে ফিরে এলে জানি দিতে হয়
সামর্থ্য অনুযায়ী সেদিনের অতিথিকে সামান্য কিছু উপহার।
অথচ সে অতিথির অভাববোধেই কাটে আমার অধিকাংশ সময়
সভ্যতা না বোঝা এ মানুষটা এর বেশী তোকে কিছু দিতে পারে আর?
সেই কবে কোলে তুলে কোমল কন্ঠে যাকে জানিয়েছি খোশ আমদেদ;
তারপর থেকেই সে চেরাগের জ্বীন আর আমি হয়ে গেছি আলাদিন!
বড় হয়ে মুছে দিবি মানুষের মন থেকে অসুস্থ সব ভেদাভেদ –
হাজার বছর পরে যেন ইতিহাস মনে রাখে তোর এ জন্মদিন।