Posts

কবিতা

আণবিক কবিতাগুচ্ছ

June 15, 2024

Nafis Istiak Emon

Original Author নাফিস ইসতিয়াক ইমন

147
View

দৃঢ় প্রতিজ্ঞা করলাম আজ খুনমাখা আস্তিনে-

আব্বু তোমায় দাফন করব আজাদ ফিলিস্তিনে!

আম্মুর কোনো রক্ত মাখানো ছেঁড়া বোরকার মতো

অবস্থা হবে ইসরাইলের খুব দ্রুত...খুব দ্রুত

খলিফারা আজও দারু ও দাবাতে বুঁদ,

মোল্লারা খোঁজে কুরআন, হাদিস, ফিকা!

আমরা নাহয় রক্তের বুদবুদ

দিয়ে লিখে ফেলি দুর্দম দেয়ালিকা।

শহীদ মেয়ের রক্তে লিখেছি, আজাদ থাকার গান-

রক্তস্নাতে ভাসছে গাজাতে আমাদের উত্থান!

লাশেদের ওম জাগাবে কওম, পাল্টাবে এই দিন-

সদ্যজাত কবিতার মতো হাসবে ফিলিস্তিন।

Comments

    Please login to post comment. Login