ঘর,
যেটা গোলপাতার কিংবা মার্বেলের
শীর্ন হোক অথবা অট্রালিকার
সেখানে মা থাকে বাবা বাস করে
ভাই বোন প্রিয় কুকুর কখনো বিড়াল
এক হাড়ির তরকারি সবার রিযিকে।
ঘর,
অভাব থাকে তবু শান্তি খুঁজা যায়
দু:খ ভরা কিন্তু মায়া কে ধরা যায়
একই
যেটা ঘর,
সেটা আমি ছাড়তে চাইনি
কোল থেকে দূরে যেতে চাইনি
প্রিয় বালিশ সরাতে চাইনি।
এটি একটি প্রিমিয়াম পোস্ট।