পোস্টস

কবিতা

ঈদের বাজার

১৫ জুন ২০২৪

মোঃ আলমগীর কবির

ইদের বাজার 

✍️আলমগীর কবির
-------------------------
গিন্নী বলে ইদের বোনাস 
পেয়েছো এবার ভারী,
আমায় নিয়ে বাজার করতে 
চলো তাড়াতাড়ি।

লিস্টখানা নিয়ে দেখি 
লম্বা হয়েছে বেশ,
আজই না গেলে নাকি
হয়ে যাবে সব শেষ।

বাজারে দেখি সব পোশাকের 
দামে লেগেছে আগুন, 
কয়েক দোকান ঘুরেই কমে 
মানিব্যাগের ওজন।

দোকানদারের শরম নাই 
অযথা দাম হাঁকে,
আমরা ক্রেতা পটে যাই
মিস্টি কথার ফাঁদে।

পুরুষের পোশাক মেলে 
একটা দোকান ঘুরে,
মেয়েদের মেলেনা জামা 
পুরা মার্কেট জুড়ে।

দুপুর গড়িয়ে বিকেল হলো 
বেলা প্রায় শেষ,
চেয়ে দেখি লিস্টের কেনা
হয়নি এখনো বেশ।

বাজার-সদাই সবকিছু
আমার হাতেই রাখা,
মানিব্যাগটা গিন্নীর হাতে
করেছে সব ফাঁকা।

ইদের জামা পেয়ে খুশি 
সবাই দিলো সাড়া, শুধু;
শালিকা করেছে মুখ ভার
হয়নি বলে সারারা-গাড়ারা।

মা বলে–সবার হলো 
তুই কি নিলি বাছা?
হেঁসে বলি-সবার খুশিতেই
পুরুষ মানুষের বাঁচা।।