শুনছো কি গো, আমার তুমি বড্ড কাছের মানুষ।
দেখলে তোমায়, উড়ে বেড়ায় আমার মনে ফানুস।
ভাবছো কি গো, এতো বেশি বলছি আমি তোমায়।
তোমার কথাই ভাবি আমি, সবাই যখন ঘুমায়।
তোমার মাঝে আছে ওগো, অসাধারণ মায়া।
তাইতো আমি চাই হতে চাই, তোমার কাছের ছায়া।
তোমার হাসির মাঝে যেন, খুজি আমার খুশি।
তোমার নিন্দুকের গাল, আমার হাতের ঘুষি।
দিন যতো বাড়ছে আমি, পড়ছি তোমার মায়ায়।
আমায় তুমি মুড়িয়ে নিয়ো, ভালোবাসার ছায়ায়।
92
View