Posts

গল্প

অন্ধকার (পর্ব-১) (Premium)

April 17, 2024

Tapan Mukherzee

Original Author তপন মুখার্জী

Translated by তপন মুখার্জী

0
sold
হঠাৎ কোন এক বিকট শব্দে ঘুম ভাঙল তপুর।অন্ধকার ঘরে সে নিজেকে আবিষ্কার করল।চারিদিকে হাতরে বেড়াচ্ছ, তবুও নিজের রুমের লাইটের সুইচ খুজে পাচ্ছে না।তার মনে হচ্ছে যেন সে অন্য কোন এক ঘরে আছে,তার নিজের ঘর তো তার সব কিছুই চেনা।এটা কেমন জানি একটু অন্যরকম লাগছে।ঘরের কোন এক ফাঁক দিয়ে সামান্য একটু আলো দেখতে পেল।সেই আলোতে সে বুঝতে পারল, সে নিজের ঘরে নেই।সে চিন্তা করতে লাগল,আমি নিজের ঘরেই তো ঘুমিয়ে ছিলাম।এখানে আসলাম কিভাবে।অন্ধকার ঘরেই তার মনে হল,ঘরসহ সে যেন উপর দিকে উঠে যাচ্ছে।কি হচ্ছে এসব,আমি এখানে কেন, বারবার নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগল।ঘরটা কিছুটা উপরে উঠার পর,আবার যেন নিচের দিকে নামছে।সেই সাথে অনেক ঝাঁকুনি হচ্ছে।শক্তিশালী কোন ভূমিকম্প আঘাত হানলে, যেমন হয় তেমন হচ্ছে। কিছুক্ষণ পর সবকিছু আবার স্বাভাবিক।অন্ধকারময় স্থান, চারদিকে হাতরে বেড়ানো চলতে থাকল 'তপুর'.....

This is a premium post.

Comments

    Please login to post comment. Login