১.
লিখার রং, জল!
জল চুরী গেছে –
মেঘ' তুমি অকারণে বৃষ্টি ঝড়াও
শূন্য শ্মাশানে।
২.
একটি অন্যসময় দাও’
জল রঙে লিখে দিতে পারি
ভুলে যাওয়া সব খেরো খাতায়।
জমা রাখা এক কলশ জল
নিয়ে যেতে পারে কেউ দৈন্যতায়।
নদী শুকালেও নদী’
জল চুরিতে কি আসে যায়!
১.
লিখার রং, জল!
জল চুরী গেছে –
মেঘ' তুমি অকারণে বৃষ্টি ঝড়াও
শূন্য শ্মাশানে।
২.
একটি অন্যসময় দাও’
জল রঙে লিখে দিতে পারি
ভুলে যাওয়া সব খেরো খাতায়।
জমা রাখা এক কলশ জল
নিয়ে যেতে পারে কেউ দৈন্যতায়।
নদী শুকালেও নদী’
জল চুরিতে কি আসে যায়!