Posts

কবিতা

স্বাগতম মাহে রমজান

June 16, 2024

ARIFUL ISLAM BHUIYAN

স্বা= স্বাগত জানাই মাহে রমজান,
গ=   গড়বো ধরায়, শান্তি জাহান।
ত=  তসবিহ,  তাহলীল, পাক কালাম,
ম=  মন ও দেহে আনবে সালাম।
মা= মাসের সেরা জানি সবে,
হে= হেলা কভু করবেনা যে,
র=   রহম, করম, সব ফজীলত,
ম=   মহান প্রভুর খাস নেয়ামত।
জা= জানাই সবে, সব আরজি,
ন=   নইলে সুযোগ হারায় বুঝি।

  ১৭/০৫/২০১৮ ঈসায়ী সাল।

Comments

    Please login to post comment. Login