Posts

কবিতা

নারী

June 16, 2024

ARIFUL ISLAM BHUIYAN

শিখবে সবে, তোমায় দেখে,লজ্জা কারে বলে,
কেমন করে লজ্জা শরম সবি গেলে ভুলে!
চলছো পথে, পথ হারানো, পথিক সাথে লয়ে,
আঁধার ভরা জীবন পথে, ছুটছো হন্যে হয়ে!

জীবন যৌবণ সফল কোথা, খুঁজবে কীনা!
সেরা কালের জীবনীতে, রত্নগর্ভা হবে কীবা।
জনম জনম করবে স্মরণ,  শ্রদ্ধাভরে জাতি,
গর্ব করে ঊর্ধ্ব শিরে, বাঁচবে সবে, জ্ঞাতি।

লক্ষ্য বিহীন তরী যেমন, পায়না খুঁজে কূল,
ভুলে ভরা জীবন মাঝে ফুটবে কিসের ফুল!
ভুল কর আজ হেসে খেলে, রুপ যৌবনের জৌলুসে,
হাসবে সেদিন দেখবে কেহ, কাঁদবে ভুলের উপহাসে।

তোমার চরণ পড়েনিতো, যত্র তত্র, পথে ঘাটে,
শালীনভাবে চলছো তুমি, প্রয়োজনে হাটে মাঠে।
তবু সবে শ্রদ্ধাভরে, এগিয়ে আসে সব সময়ে,
আশার তরী, স্বপ্ন নারী, চলছো সদা বয়ে।

তুমি রবে সদ্য ফোটা, কুসুমকলির মতো,
ন্যায্য ভাবে সম্মানসহ, তোমায় নিবে দেখো।
কষ্ট শ্রমে, কষ্টিপাথর, হবে অনেক দামী,
সুখের জীবন আসবে ধেয়ে, পুতঃ দিবস-যামী।

কী প্রয়োজন, বিষের ডালা, মধুবনের মূলে,
আত্নহারা, বিস্মৃত যে, হারায় অতল তলে।
পাপের বোঝা, হাল্কা নহে, অনেক অনেক ভারী,
বয়তে পারে, আছে কেবা, কোন পুরুষ নারী!

১৮/০৫/২০১৮ ঈসায়ী সাল।
নয়াটোলা, মীরবাগ,
রমনা, ঢাকা।
 

Comments

    Please login to post comment. Login