পোস্টস

কবিতা

স্মৃতিরা অমলিন

১৬ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

স্মৃতিগুলি পাখি হয়ে আকাশে উড়ে,
জানিনা আজ কোথা, আছো কতদূরে
বয়সের ভারে কেউ পড়েছে নুঁয়ে,
কেউ কভু, তার মতো যুদ্ধ করে।

অমলিন স্মৃতি সব সুখ দেয় আনি,
ফিরে কভু পাবনা, সব স্মৃতি জানি,
তবু সব থেমে থেমে, ভেবে দেখা হয়,
স্মৃতি সব স্মৃতিপটে, আজো অক্ষয়।

দেহ আর কারো মনে, বয়সের ছাপ পায়,
চুল পাকে, কারো রুপ, দিন দিন কমে যায়।
আজ আমি,  কাল তুমি, কে যাবো না  জানি,
চলে যেতে হবে তা, মনে প্রাণে তা মানি।

তবু সব সুখ স্মৃতি রেখে যাবো দিবানিশি,
আমাদের স্মৃতি সুখে, থাকো সবে হাসিখুশি।
জরাহীন, জীবন্ত স্মৃতিরা কড়া নাড়ে,
তুমি যাও, বলে দেবো, বলছো আজ যারে।

২২/০৫/২০১৮ ঈসায়ী সাল।
খানাবাড়ী, ভৈরব।