পোস্টস

কবিতা

একই পথে চলি

১৬ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

আবার ছেঁড়া পালে তালি জুড়ে,
ভাঙ্গা মাস্তুলের জাহাজে করে,
অসীম শক্তির, বাঁধভাঙ্গা জোয়ারে,
ছুটে চলো অগ্রগামী, অলসতা ছেড়ে।

অস্রবল, ধন জনবল, সবি কোন ছার,
খোদার করুণায়, প্রচন্ড প্রতাপে করিব রুদ্ধদ্বার,
অত্যাচারী, মানব কশাই, মানবতার ফড়িয়ার,
সব পালাবে, কেউ রবেনা, পুঁড়ে করো ছারখার।

মিছে ভাবো কেন, হীনবল বলো,
নিজের শক্তি জানো,
সব শক্তির মালিক আল্লাহ,
লা শরীক তাঁ'রে মানো।

সেই সে মহান তোমার স্রষ্টা,
তোমায় বাসেন ভালো,
তাঁরে ভালোবেসে যোদ্ধা নাবিক, 
জীবন প্রদ্বীপ জ্বালো।

ভালবাসায় খুঁজে পাবে,
অসীম সাহস খনি,
বীর মহাবীর বীরদর্পে,
বাজাও বিজয় ধ্বনি।

অসীমে সসীম মিলে মিশে,
অসীমেই থাকে শেষে,
শক্তি সাহস জয় জয়কার,
বিজয়ী দেশে দেশে।

কী নেই তোমার! 
ভাবনা কিসের চলো,
উদাস মনে আর কতোকাল,
পথ হারাবে বলো।

চিরশ্বাশ্বত আসমানি গ্রন্থ,
আলোকিত আল্ ক্বোরআন,
লক্ষ লক্ষ পবিত্র হাদীস,
রাসূলের (সাঃ) ফরমান।

দলাদলি না করে চলি,
কাউকে মন্দ কভু না বলি,
কথায় কথায়, বসে মিলিমিশি,
একই পথে চলি দিবানিশি।

০১/০৬/২০১৮ ঈসায়ী সাল।
নয়াটোলা, মীরবাগ,
রমনা, ঢাকা।