পোস্টস

কবিতা

নিরলস মিনতি

১৬ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

ইতিহাস ও ঐতিহ্য, শিক্ষা-সংস্কৃতির পাদপীঠ, তিতাস বিধৌত ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী "ব্রাহ্মণবাড়িয়া সরকারি অনার্স কলেজ" এর প্রাক্তন অধ্যক্ষ, উক্ত জেলার কৃতি সন্তান, স্বনামধন্য,  
প্রফেসর আবুল হাসান স্যারের শুভ জন্মদিনে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা।

জীবনে জীবনে আলো জ্বেলে আজ,
জীবনের স্মৃতিতে জমা কথা, কাজ,
জ্বলজ্বলে তারা সম জ্বলে নীলিমায়,
সুবাসিত কত ফুল পাবে বাগিচায়।

তিমির তমস্রা ঘুচাল, আলো ফিরে পেলো,
দিশাহারা কতো প্রাণ, দিশা খুঁজে নিলো।
দেশের গন্ডি পেড়িয়ে, বিদেশে ও ফসল,
অনুভবে, অন্তরে, তোমারি দখল।

পুঁথিগত বিদ্যা নহে চাওয়া জীবনে,
জ্ঞানের কত দ্বার, খুলে দিলে খুশি মনে।
শ্রেণীপাঠ মজাদার তথ্য, তত্ত্বেও,
চলছে সীমাহীন বাধা থাকা সত্ত্বেও।

আদর ও শাসন, বাড়ে বৈ কমে নাই,
জন্মদিনে সবে আজ শুভেচ্ছা জানাই।
মহীরুহের ছায়া সম, বেঁচে রও বহুদিন,
মহান দরবারে, আবেদন প্রতিদিন।

দোয়া চায় সকলে, আপনার সকাশে,
সফলতা আসে যেনো, লক্ষ্য বিকাশে।
ফুল ফল সব যেনো, সকলের উপকারে,
রয় সদা দেশ-জাতির অমূল্য উপহারে।

সুস্থতা, স্বস্থি, আরো সুখ শান্তি,
নিরাপদ জীবনে দূর হোক ক্লান্তি,
আল্লাহ্‌র প্রিয় হতে, নাও যতো প্রস্তুতি,
কবুলিত হউক সব, নিরলস মিনতি।

০১/০৬/২০১৮ ঈসায়ী সাল
নয়াটোলা, মগবাজার,
রমনা, ঢাকা।